Posts Tagged ‘দেববৈদ্য’
| আর্য-সংস্কৃতি ও বৈদিক-যুগ-১১ : দ্যুলোক বা স্বর্গের দেবতা |
রণদীপম বসু
…
(ক) দ্যুলোক বা স্বর্গের দেবতা
দ্যুলোকের প্রাচীনতম দেবতা বলতে যাঁর নাম আসে তিনি হলেন দ্যু বা দ্যৌস্, অর্থাৎ আকাশ। তাঁর সম্বন্ধে ঋগ্বেদে কোন পৃথক সূক্ত নেই। অধিকাংশ ক্ষেত্রে তিনি পিতা হিসেবে দ্যৌস্পিতা বলে স্তুত। এবং তাঁর সঙ্গে মাতা পৃথিবীকে যুক্ত করে গুটি দুয়েক সূক্ত পাওয়া যায়। তাতে উভয়ে একত্রে দ্যাবাপৃথিবী বলে উল্লিখিত। যেমন– Read the rest of this entry »
Advertisements
ট্যাগ সমুহঃ অংশ, অজ, অজাচার, অদিতি, অর্যমা, অশ্ব, অশ্বিদ্বয়, অসুর, আকাশ, আদিত্য, আর্য, ইন্দ্র, ঋক, ঋগ্বেদ, ঋষি, কামনা, কুক্কুর, ছাগল, জার, তৈত্তিরীয়, ত্রিপাদগমন, ত্রিষ্টুপ, দক্ষ, দেবতা, দেববৈদ্য, দ্যাবাপৃথিবী, দ্যু, দ্যুলোক, দ্যৌ, ধাতৃ, নারী, পত্নী, পার্থিব, পূষা, পৃথিবী, পৌরাণিক, প্রণয়ী, প্রেতাত্মা, বরুণ, বিবস্বান, বিবস্বৎ, বিষ্ণু, বৈদিক, ব্রাহ্মণ, ভগ, ভগিনী, মনু, মিত্র, যম, যমজ, যমী, যুগ, রথ, শতপথ, সংস্কৃতি, সবিতা, সবিতৃ, সহবাস, সায়ণ, সূর্য, স্বর্গ
সাম্প্রতিক মন্তব্যসমূহ