Archive for the ‘না-ছড়া’ Category
| নাস্তিক কয় কিসে !
Posted 18/03/2013
on:- In: না-ছড়া
- 2 Comments
.
| নাস্তিক কয় কিসে !
রণদীপম বসু
…
কহেন সাহেব, শোন্ রে মাঝি, নাস্তিক কী জানিস ?
শাহবাগেতে গেছিস নাকি, ওদের কথা মানিস !
ছি ছি ছি ! কী কন সাহেব, এতো কি আর জানি !
নৌকা ভাসাই গাঙের জলে, কেউ তারে কয় পানি।
বলিস কিরে ! সাহেব কহেন, বুদ্ধিটা তো খাশা !
এই কয়েই তো ধর্ম গেলো, দেখছি না তোর আশা !
বিদ্যে হলেই বুঝতি ঠিকই নাস্তিক কয় কিসে,
তোর তো দেখি জীবনখানা বারো আনাই মিছে !
. Read the rest of this entry »
আহা কী বিচার !
Posted 05/02/2013
on:- In: না-ছড়া
- মন্তব্য করুন
রণদীপম বসু
…
একটা খুনেই হবে ফাঁসি
তিনশ’ খুনে জেল,
যদি বলো লক্ষ খুনে ?
বেকসুরে হবেই খালাশ
কিসের ফাঁসি জেল !
| এবার দেখি কওতো বাপু !
Posted 08/04/2010
on:- In: না-ছড়া
- মন্তব্য করুন
ঠা ঠা রোদে দৌঁড়ে এসে ফ্যানের তলে বসবো যেই
একটু আগেই ঘুরছিলো তা, এখন নাকি বিদ্যুৎ নেই !
দিনের আজাব কী বলবো আর ! সিদ্ধ বানায় রাত তিনটায় ! Read the rest of this entry »
| কারা এতো চিল্লায়..!
Posted 06/04/2010
on:| কারা এতো চিল্লায়..!
-রণদীপম বসু
এই কয়েক লাখ পাবলিক মরে গেলেও রাষ্ট্রের কিছু যায় আসে না, একটা লোমও খসে পড়বে না। তবে মন্ত্রী বাহাদুরদের কিঞ্চিৎ গলা শুকালেও রাষ্ট্রের অনেক কিছুই যায় আসে। তাই মন্ত্রী বাঁচলে দেশ বাঁচবে- এই অনুসিদ্ধান্তে যারা একমত হবেন তারা এই পোস্টের ভেতরে ঢুকতে পারেন। যারা এই প্রতিপাদ্যে বিশ্বাসী নন, তার নিজ দায়িত্বে পোস্টে ঢুকুন। অস্বস্তিকর অনুভূতির জন্য নিজে ছাড়া অন্য কাউকে দায়ী করা যাবে না।
…
পাবলিক পাজি খুব, শুধু সমালোচনা
মন্ত্রীরা যন্ত্র কি ? মুখ পেট আছে না !
তাদেরও তো ক্ষুধা পায়, মন চায় কতো কী !
মন্ত্রী হয়েছে বলে বন্ধ ওসব কি ? Read the rest of this entry »
| কাঁচকি ছড়া – ০১ |
Posted 03/09/2009
on:- In: না-ছড়া
- মন্তব্য করুন
কাঁচকি ছড়া – ০১
-রণদীপম বসু
.
বাঁশ
আঁইক্কাটা ছেঁটে ফেলে
মেখে গাওয়া ঘি
বাঁশ খেয়ে হাঁদারাম
করে হা হা হি।
.
চোখ
এক চোখ ডানে আর
এক চোখ বাঁয়ে
কী দোষ চোখের, গেলে
মেয়েদের গায়ে !
কেউ কি দেখেছে কোনো
শহরে বা গাঁয়ে
খসে গেছে কোন কিছু
দৃষ্টির ঘা’য়ে ?
(১৭/০৬/২০০৮)
.
ভাত
চাইলে মাথা কানটা টানো
দেহ চাইলে টানো হাত,
চাও যদি খুব খেতে আলু
চাও তবে ঠিক মোটা ভাত।
.
বুঝ
কা.. বলতেই কাবাব বুঝেন
কাচ্চি যে নয় সাদা ভাত ;
কাজের কথা বললে, তিনি
কানের ব্যথায় কুপোকাৎ !
নামের মোহ নাই নাকি, তাও
নামটা ছড়ায় দিগবিদিক ;
মা.. বললে মান বুঝেন না
মাইয়া মাগী বুঝেন ঠিক !
(১৭/০৬/২০০৮)
| আব্রু |
Posted 02/09/2009
on:- In: না-ছড়া
- মন্তব্য করুন
আব্রু
-রণদীপম বসু
.
দামটা যতই চড়ুক ঈদে পার্বণে
ধাম করে আর যাবেন কোথায় কার বনে !
ঘাম ঝরিয়ে যেতেই হবে মার্কেটে
জানবেনও না- বসে আছেন কার পেটে !
ঘুরবে মাথা ভনভনভন
তাইলে এখন…!
লজ্জা ঢাকার পোশাক কেনার ভেট ধরে
দানা-পানিই না পান যদি পেট ভরে
লাভ কী তবে !
তার চেয়ে কি এই ভালো নয়, দিলাম সালাম ওয়ালাইকুম-
পোশাক তোমায় দিলাম বাদ
দিগম্বরই জিন্দাবাদ,
সমস্যা নেই !
হাঁটুন সোজা পথ ধরেই,
কে তাকাবে !
আঁৎকে ওঠে লজ্জা পেয়ে উল্টো সবাই ছুটবে ধুম !
হাহ্ হাহ্ হা ! এক ঢিলে দুই পাখি মারা, দারুণ নয় !
বাঁচবে টাকা, আব্রুটাও রক্ষা হয় !!
(১৩/০৪/২০০৯)
| আয়না |
Posted 02/09/2009
on:- In: না-ছড়া
- মন্তব্য করুন
আয়না
-রণদীপম বসু
.
দেখতে যে যায়, চমকে ওঠে- এই চেহারা কার !
কোত্থেকে এক আয়না এলো বিদঘুটে কারবার !
করিম সাহেব আঁৎকে ওঠেন ছাগল বিম্ব দেখে,
নাকের আগায় শিং দেখে কি অবশেষে
বসলো হোসেন বেঁকে –
এই ছবিই আমার ?
থলথলে এই ঝুল-চামড়ায় আমি কি গণ্ডার !
আহারে তুই থাম্ না হোসেন, মীম’কে দেখতে দে-
দুই-মুখো এক সাপ দেখে মীম ফিচকে ওঠে কেঁদে।
যদুটাকে জানতো গাধা সবাই মোটামুটি
তাই বলে কি
শেয়ালমুখো টম’কে দেখে হেসেই কুটি কুটি !
আঙুল দিয়ে দেখায় যদু আয়নাটার এক কোণে
চেয়ারটাতে গা এলিয়ে
ধবধবে এক সাহেব গাধা কান তোলে কী শোনে !
আরে আরে ! এ তো দেখি হেড কেরাণি বসের পিএ
খাশ পেয়ারা লোক
নিমেষে যে মারতে পারে রাজা উজির অথবা যেই হোক !
পাশ দিয়ে কোন্ বলদ গেলো, হেলেদুলে,
শিং দুটো তার কই !
কোথাও কি ফের গোল বেঁধেছে
ভুল ঠিকানায় গুঁতো দিয়ে বাঁধালো হৈ চৈ ?
কী দেখতে কী দেখছে সবাই চমকে ওঠে ভুতও
আয়নাটার এই তেলেসমাতির খবর ছড়ায় দ্রুত।
দলে দলে আসলো ছুটে উজির নাজির বরপেয়াদা সব
অফিসটা কি আজব খোয়াড় ভুতুরে উৎসব !
কোথায় গেলো দুবৃত্তটা, আনো ধরে ! রাজার দূতে কয়-
ছুঁড়ে ফেলো এক্ষুণি তা
নইলে ওটা
গুড়িয়ে দেবে শৃঙ্খলা সব ডুবাবে নিশ্চয় !
এই না ভেবে-
আছড়ে দিতে আয়নাটাকে দু’হাত দিয়ে তুলে
অবাক হয়ে দেখলো সবাই
এ কী আজব ছবিরে ভাই-
ইয়া বড় কুষ্মাণ্ড এক বোঁটার নীচে ঝুলে!
(১১-০২-২০০৯)
.
[sachalayatan]
সাম্প্রতিক মন্তব্যসমূহ